প্রকাশিত: Sun, Jan 8, 2023 4:52 PM
আপডেট: Tue, Apr 29, 2025 5:16 AM

বিয়ে ছাড়া রোনালদোর বান্ধবীকে নিয়ে থাকা আইনবিরোধী, সৌদি সরকার এড়িয়ে যাবে: আইনজীবী

এ্যানি আক্তার: সর্বকালীন রেকর্ড অর্থে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায় দুই হাজার কোটি টাকায় চুক্তি করেছেন তিনি। ২০২৫ সাল পর্যন্ত এই ক্লাবের সঙ্গেই যুক্ত থাকবেন রোনালদো। স্বভাবতই সৌদি আরবে বান্ধবী জর্জিনা এবং সন্তানদের নিয়ে থাকবেন সিআর ৭। আর এই আবহে রোনালদো ভাঙতে চলেছেন সৌদি আরবের আইন। 

বহুদিন ধরেই একসঙ্গে থাকলেও বান্ধবী জর্জিনার সঙ্গে আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হননি রোনালদো। এদিকে সৌদির আইন বলে, অবিবাহিত নারী ও পুরুষ একসঙ্গে থাকতে পারেন না একছাদের নিচে। তবে রোনালদো এবং জর্জিনা সেই আইন ভাঙতে চলেছেন। তবে তাদের আইন ভাঙার জন্য কোনও সাজা ভোগ করতে হবে না বলেই খবর। হিন্দুস্তানটাইমস 

স্পেনের সংবাদ সংস্থাটি সংস্থা ইএফই  এ নিয়ে সৌদি আরবের দুজন আইনজীবীর সঙ্গে কথা বলেছে। তাদের বক্তব্য থেকে একটা বিষয় পরিষ্কার, রোনালদোর ও জর্জিনার সুবিধার জন্য দেশটির প্রশাসন বিয়ের আইনে কিছুটা পরিবর্তন আনছে।

একজন আইনজীবী ইএফইকে বলেছেন, রোনালদো ও জর্জিনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে মনে হয় না। তিনি বলেন, যদিও আমাদের আইনে বিয়ে করা ছাড়া নারী ও পুরুষের একসঙ্গে থাকাটা নিষিদ্ধ, কিন্তু এমন বিষয় এখন কর্তৃপক্ষ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। তবে হ্যাঁ, আইন তখনই প্রয়োগ করা হবে, যখন কোনো অপরাধ বা সমস্যা হবে।

আরেক আইনজীবী বিষয়টি দেখছেন অন্যভাবে, সৌদি আরব কর্তৃপক্ষ বিদেশিদের ক্ষেত্রে এখন আর এ বিষয়ে হস্তক্ষেপ করে না। তবে বিয়ে না করলে নারী-পুরুষের একসঙ্গে থাকায় নিষেধাজ্ঞার আইন এখনো বহাল। সম্পাদনা: এল আর বাদল